খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের মাটিরাঙ্গা উপজেলা অংশে মহাসড়কের পাশের ঘন বনজঙ্গল ও ঝোপঝাড় পরিষ্কার করেছে মাটিরাঙ্গা উপজেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।
রোববার (২৭ জুলাই) সকাল থেকে দিনভর ভারী বৃষ্টিকে উপেক্ষা করে কয়েক শতাধিক যুবদল কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এই উদ্যোগে। সামাজিক দায়বদ্ধতা থেকে মহাসড়কের নিরাপদ চলাচল নিশ্চিত করতে তারা মহাসড়কের দুই পাশের জঙ্গল সাফ করেন।
মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ডের বাইল্যাছড়ি এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান। তিনি জানান, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার নির্দেশনায় এই সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে।
জিয়াউর রহমান বলেন, ‘বছরের পর বছর এই মহাসড়কের দুই পাশ বনজঙ্গলে ঢেকে আছে। এতে যানবাহনের চলাচলে ঝুঁকি বাড়ছে। প্রশাসনের দৃষ্টি না থাকায় আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি। সামনে মাটিরাঙ্গা-তানাক্কাপাড়া সড়কেও এমন কর্মসূচি নেওয়া হবে।’
 
মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার বলেন, ‘বিএনপি ও যুবদল সবসময় মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে বিশ্বাসী। অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব। আগামী নির্বাচনে জননেতা ওয়াদুদ ভুইয়াকে নির্বাচিত করে মানবিক খাগড়াছড়ি গড়ার পথে একসঙ্গে কাজ করব।’
উপজেলা যুবদলের সদস্যসচিব ফোরকান ইমামী বলেন, ‘আমরা আগেও মাটিরাঙ্গা বাজারে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের কাজ করেছি। এখন সড়কের পাশের জঙ্গল পরিষ্কার করে সাধারণ মানুষের নিরাপদ চলাচলে সহায়তা করছি।’
এই সময় আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা যুবদলের নেতৃবৃন্দসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বহু কর্মী।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন