মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৬:১৭ পিএম

জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারকে সম্মাননা দিল চট্টগ্রাম প্রেসক্লাব

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০৬:১৭ পিএম

চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই যোদ্ধাদের পরিবাবরকে সম্মাননা প্রদান। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই যোদ্ধাদের পরিবাবরকে সম্মাননা প্রদান। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রাম প্রেসক্লাব জুলাই ২০২৪ আন্দোলনে অংশ নেওয়া জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারদের সম্মাননা জানিয়েছে। একইসঙ্গে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে সপ্তাহব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে প্রেসক্লাব।

অনুষ্ঠানেন থাকছে তারুণ্যের ভূমিকা, বর্তমান প্রজন্মের ভাবনা, ফটো প্রদর্শনী, জুলাই যোদ্ধাদের অভিজ্ঞতা বিনিময়, সাংবাদিকদের ভূমিকা ও আইনি বিশ্লেষণসহ বিভিন্ন আয়োজন। সমাপনী দিনে অনুষ্ঠিত হবে ‘জুলাই থেকে যাত্রা-সংগ্রামের একতা’ শীর্ষক উন্মুক্ত সমাবেশ।

সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয় সোমবার (২৮ জুলাই) প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ‘জুলাই জাগরণ : সম্মিলিত দীপ্ত প্রতিরোধ’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভার মাধ্যমে। ভিডিও বার্তায় অনুষ্ঠানমালার উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম।

উদ্বোধনী বার্তায় তিনি বলেন, ‘চট্টগ্রাম আন্দোলন ও সংগ্রামের সূতিকাগার। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা ঘোষণা এবং ফ্যাসিস্ট হাসিনা বিরোধী জুলাই আন্দোলন—সবক্ষেত্রে চট্টগ্রাম অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রেসক্লাবের এ আয়োজন দেশ-বিদেশে জুলাই আন্দোলনের বার্তা ছড়িয়ে দেবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন আহ্বায়ক ফরিদা খানম। সঞ্চালনা করেন উদযাপন কমিটির সদস্য সচিব সাংবাদিক মিয়া মোহাম্মদ আরিফ।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর নসরুল কবীর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল, মহানগর জামায়াতের সাবেক আমীর মো. শাহজাহান চৌধুরী, সাংবাদিক ওসমান গণি মনসুর, জাহিদুল করিম কচি, ডা. খুরশিদ জামিল, অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, সাংবাদিক সালেহ নোমান প্রমুখ।

চট্টগ্রামের প্রথম শহিদ ওয়াসিমের পিতা শফি আলম, শহিদ ওমর ফারুকের স্ত্রী সিমা আকতার এবং শহিদ ফয়সাল আহমদ শান্তর মা কোহিনুর আক্তারকেও অনুষ্ঠানে সম্মাননা জানানো হয়। জেলা প্রশাসক ফরিদা খানম তাদের হাতে ক্রেস্ট তুলে দেন।

সভাপতির বক্তব্যে ফরিদা খানম বলেন, ‘জুলাই যোদ্ধারা আমাদের অনুপ্রেরণা। তারা আজীবন সম্মানিত হবেন এবং পরবর্তী প্রজন্মের কাছে চর্চিত হবেন। আমরা বিশ্বাস করি, মেধা ও যোগ্যতার ভিত্তিতেই দেশ পরিচালিত হবে এবং ফ্যাসিস্টদের বিচার হবে।’

Shera Lather
Link copied!