মহানাম উপলক্ষে কুষ্টিয়া মহাশ্মশান মন্দির পরিদর্শন করেছেন জামায়াতে ইসলামীর নেতারা। বুধবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টায় তারা মন্দির পরিদর্শনে যান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার, কুষ্টিয়া শহর আমির মো. এনামুল হকসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন গৌরাঙ্গ সংঘ বাংলাদেশের সংঘাচার্য্য রতন লাল মৈত্র, কুষ্টিয়া মহাশ্মশান মন্দির কমিটির সহসভাপতি মৃণাল কান্তি সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক নিলয় কুমার সরকার প্রমুখ।
উল্লেখ্য, দেশের শান্তি ও কল্যাণ কামনায় কুষ্টিয়া মহাশ্মশান মন্দির প্রাঙ্গণে শুরু হয়েছে মহানাম যজ্ঞ। এ আয়োজনে প্রতিদিন হাজারো ভক্ত অংশ নিচ্ছেন।
মহানাম চলবে ১ আগস্ট (শুক্রবার) পর্যন্ত। ২ আগস্ট (শনিবার) মহানামের সমাপ্তি উপলক্ষে অনুষ্ঠিত হবে কুঞ্জভঙ্গ, মহাপ্রভুর ভোগ ও মহাপ্রসাদ বিতরণ। ওইদিন সকাল ১১টায় পরিবেশিত হবে পদাবলি কীর্তন।
মন্দির প্রাঙ্গণে বসেছে বাহারি পসরা, আনন্দঘন পরিবেশে চলছে ধর্মীয় আচার অনুষ্ঠান। ভক্তদের বিশ্বাস, মহানাম শ্রবণের মাধ্যমে পাপ-তাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
আপনার মতামত লিখুন :