গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে সড়কে প্রতিবন্ধকতার অভিযোগে সন্ত্রাসবিরোধ আইনে ৭৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০০ জনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে মোট মামলা সংখ্যা দাঁড়াল ১৫। এসব মামলা মোট আসামি করা হয়েছে ১৬ হাজার ২০৮ জনকে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, গত ১৬ জুলাই এনসিপির সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি এলাকায় গোপালগঞ্জ-বরিশাল আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখা হয়।
এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শফিকুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাস বিরোধ আইনে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালসহ নামে ও বেনামে ৪৭৭ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
দায়ের করা মোট ১৫টি মামলায় ১৬ হাজার ২০৮ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা চালায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সহিংসতায় ৫ জন নিহত ও সাংবাদিকিএবং আইনশৃংখলা বাহিনীর সদস্যসহ আহত হন শতাধিক।

 
                             
                                    -20250730152715.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন