পিরোজপুরের মঠবাড়িয়ায় সেনাবাহিনীর মেজর ও ডিজিএফআই পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. সোহেল হাওলাদার (২৭) নামে এক যুবককে আটক করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বকসীর ঘটিচোরা গ্রামের শ্বশুরবাড়ি থেকে তাকে আটক করে।
আটককৃত মো. সোহেল পটুয়াখালী সদরের বাদেরপুর গ্রামের আব্দুল বারেক হাওলাদার ছেলে।
থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত সোহেল গত ৫ মাস আগে মঠবাড়িয়ার গুলিশাখালী গ্রামের মৃত সেলিম হাওলাদারের মেয়ে ফারজানা আক্তারকে (২৩) সেনাবাহিনীর অফিসার পরিচয় দিয়ে বিয়ে করেন সোহেল সেনাবাহিনী লগোযুক্ত মোটরসাইকেল ব্যবহার করে এলাকায় সেনাবাহিনীর মেজর আবার কখনও ডিজিএফআই অফিসার পরিচয় দিয়ে চলাফেরা করতেন। এ ছাড়া প্রতারক এই যুবক একই পরিচয়ে বকশীর ঘটিচোরা গ্রামে দ্বিতীয় বিবাহ করেন।
প্রতারক সোহেল নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয়ে সম্প্রতি উপজেলার সবুজ নগর গ্রামের গৃহবধূ হাসি রানী দাসের স্বামী হৃদয় দাসকে চাকুরি দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা দাবি করেন। ওই গৃহবধূ চাকরির আশায় প্রথমে ১৫ হাজার টাকা দেন। কিন্তু প্রতারক সোহেল টালবাহানা শুরু করলে বিষয়টি এলাকায় জানাজানি হয়।
তা ছাড়া আরও ৬ থেকে ৭ জনের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। এরপর এলাকায় গুঞ্জন ওঠে, তার সেনা কর্মকর্তার পরিচয়টি ভুয়া। ওই পরিচয়ে তিনি বিভিন্ন জনের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। প্রতারণার শিকার গৃহবধূ হাসি রানী বিষয়টি থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত করে সোহেলকে আটক করে।
এ ঘটনায় ভুক্তভোগী হাসি রানী মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতারক সোহেলকে বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :