জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন একটি ভবনের ছাদ ধসে পড়েছে। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। ঘটনা তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ‘বিদ্রোহী’ ছাত্রাবাসের পাশে নির্মাণাধীন ১০ তলা ভবনের নিচতলায় একটি বারান্দার ছাদ ঢালাইয়ের সময় এই দুর্ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, দিনভর থেমে থেমে বৃষ্টি হচ্ছিল। এর মধ্যেই ভবনের নিচতলায় ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। বিকেল সোয়া ৪টার দিকে হঠাৎ বিকট শব্দে বারান্দার ছাদ ধসে পড়ে।
এতে সেখানে কাজ করছিলেন এমন অন্তত ১০ শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. এস এম জিয়াউল বারী বলেন, ‘আহত ১০ শ্রমিককে হাসপাতালে আনা হয়। একজনকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
 
এ ঘটনায় নিরাপত্তাজনিত গাফিলতির অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, ছাদ ঢালাইয়ের জন্য ব্যবহার করা হয়েছিল দুর্বল খুঁটি। লোহার পাইপের পরিবর্তে কোথাও কোথাও বাঁশ ও পাটের রশি ব্যবহার করা হয়। কাঠামো দুর্বল থাকায় এই ধসের ঘটনা ঘটেছে বলে মনে করছেন তারা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মাহবুবুর রহমান জানান, নিচতলার বারান্দার ছাদ ঢালাইয়ের সময় এই দুর্ঘটনা ঘটে। কাজটি করছিল সিএসআই নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মিজানুর রহমান বলেন, ‘ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কারও গাফিলতি আছে কি না, তা খতিয়ে দেখা হবে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন