দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, ‘‘স্বাধীনতা-উত্তর ১৬ ডিসেম্বর নতুন এক বাহিনীর আবির্ভাব ঘটেছিল, যেটাকে আমরা বলতাম ‘সিক্সটিন ডিভিশন’। এখন আবার নতুন সংকট দেখা দিয়েছে—ভুয়া সমন্বয়ক, ‘ফিফথ আগস্ট ডিভিশন’। এটাও আমাদের সামাল দিতে হচ্ছে।’’
বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১২টায় বরিশাল সার্কিট হাউস সম্মেলনকক্ষে বিভাগীয় পর্যায়ে কর্মরত সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত ‘দুর্নীতি ও হয়রানিমুক্ত নাগরিকসেবা ও সেবার মানোন্নয়নে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এর আগে দুদক চেয়ারম্যান বরিশাল নগরীর খান সড়ক এলাকায় বিভাগীয় দুদকের ছয়তলা ভবন নির্মাণকাজের উদ্বোধন করেন। প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে এই ভবন নির্মিত হবে।
সভায় দুদক চেয়ারম্যান বলেন, ‘আমি আমার অফিসে ভুয়া সমন্বয়ক পেয়েছি। ভুয়া ও প্রকৃত সমন্বয়কদের অবৈধভাবে সুযোগ দেওয়ার কোনো কারণ নেই। এর বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাহলেই ভবিষ্যতের অনেক সংকট থেকে মুক্তি মিলবে।’
তিনি আরও বলেন, ‘একটি দল ক্ষমতায় আসবে, এই চিন্তায় ঝুঁকে পড়লে সেটা ভালো হবে না। আমাদের কাজ হলো নিরপেক্ষভাবে সেবা প্রদান করা। সামনে আমাদের বড় চ্যালেঞ্জ হচ্ছে জাতীয় নির্বাচন। আমরা চাই ভালো একটি নির্বাচন উপহার দিতে। অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস এই নির্বাচন তদারকি করবেন। এই কাজে আমাদের সবাইকে সহযোগিতা করতে হবে।’
দুদক চেয়ারম্যান বলেন, ‘দুদকের বেশি কাজ হওয়া উচিত ভবিষ্যতে, যাতে দুর্নীতি না হয় সে বিষয়ে। আর এখন যাতে দুর্নীতি না হয় সেই দিকেও নজর দিতে হবে। আগে যা দুর্নীতি হয়েছে, সেগুলো নিয়ে শতভাগ সময় ব্যয় না করে বর্তমানে কীভাবে দুর্নীতি প্রতিরোধ করা যায় সেটি নিয়ে কাজ করতে হবে। আমাদের কাজে অনেক ভুল রয়েছে, সেই ভুলগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’
দুর্নীতি নির্মূলে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, ‘আপনারা যতদিন চেয়ারে আছেন, ততদিন যেন ভালো কাজ করে যান—সেই আহ্বান জানাই। সন্তানের কাছে যেন কেউ ঘুষখোর বাবা-মা হিসেবে চিহ্নিত না হন। এখন তো নারী কর্মকর্তারাও ঘুষ নিচ্ছেন, এটা অত্যন্ত দুঃখজনক।’
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আহসান হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় দুদকের পরিচালক মোজাহার আলী সরদার, জেলা প্রশাসক দেলোয়ার হোসেন, ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম এবং দুদক (প্রতিরোধ) মহাপরিচালক মো. আক্তার হোসেন।
আপনার মতামত লিখুন :