জুলাই গণঅভ্যুত্থানে ‘আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি’ পালনের লক্ষ্যে সারা দেশের মতো ঠাকুরগাঁওয়ের হরিপুরেও কর্মসূচি পালন করেছে বিএনপি ও জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৫টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) হরিপুর উপজেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয় থেকে এক বিজয় র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিগঞ্জ বাজারে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য জেড মতুর্জা চৌধুরী তুলা, হরিপুর উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।
অপরদিকে, সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর হরিপুর উপজেলা শাখার আয়োজনে একটি গণমিছিল ও র্যালি অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে পথসভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হাকিম, উপজেলা আমির রফিকুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :