বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০৯:০৬ এএম

থানায় গিয়ে পুলিশকে হুমকি, জামায়াত নেতা গ্রেপ্তার

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৭, ২০২৫, ০৯:০৬ এএম

গ্রেপ্তার অজিয়ার রহমান।      ছবি- সংগৃহীত

গ্রেপ্তার অজিয়ার রহমান। ছবি- সংগৃহীত

যশোরের কেশবপুর থানায় অনধিকার প্রবেশ, কর্তব্যরত পুলিশ কর্মকর্তাকে হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াত নেতা ও আইনজীবী অজিয়ার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ আগস্ট) সকালে যশোর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আদালত তাকে জামিনে মুক্তি দেয়।

অজিয়ার রহমান জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন পেশাজীবী পরিষদের কেশবপুর উপজেলা সভাপতি এবং ছাত্রশিবিরের সাবেক যশোর জেলা (পূর্ব) সভাপতি। বিষয়টি নিশ্চিত করেছেন কেশবপুর পৌর জামায়াতের আমির জাকির হোসেন।

পুলিশ জানায়, অজিয়ারের চাচাতো ভাই শহিদুল ইসলামের নামে একটি মামলা দায়ের করা হলে তিনি ক্ষুব্ধ হয়ে কেশবপুর থানায় গিয়ে সরাসরি পুলিশের কাজে হস্তক্ষেপ করেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে হুমকি দেন। এ ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) মকলেসুর রহমান বাদী হয়ে রোববার (৩ আগস্ট) অজিয়ারের বিরুদ্ধে মামলা করেন।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, অজিয়ার রহমান থানায় উপস্থিত এক পুলিশ কর্মকর্তার সঙ্গে রাজনৈতিক উত্তেজনাকর ভাষায় কথা বলেন এবং বলেন, ‘আপনি আওয়ামী লীগের লোকের মতো আচরণ করছেন।’ জবাবে পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমি কেন রাজনীতি করব?’

বুধবার দুপুরে অজিয়ার রহমানকে কেশবপুর ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আঞ্জুমারা খাতুন জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন যশোর আদালতের কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন।

যদিও জামায়াত নেতারা আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি, তবে পৌর জামায়াতের আমির জাকির হোসেন বলেন, ‘থানায় গিয়ে হুমকি দেওয়া ঠিক হয়নি, এটি তার (অজিয়ার রহমানের) ভুল সিদ্ধান্ত ছিল।’

এসআই মকলেসুর রহমান জানান, মামলা প্রক্রিয়া অনুযায়ী তদন্ত চলছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!