নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রীয় ও ছাত্র হত্যার আসামি আনোয়ার হোসেনের বিরুদ্ধে এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৯ আগস্ট) সকালে ভুক্তভোগীর বাবা নুর হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগীর বাবা নুর হোসেন অভিযোগ করেন, ‘মোগরাপাড়া ইউনিয়নের আলাপদি এলাকায় দীর্ঘদিন আনোয়ার হোসেন প্রশাসনের নাকের ডগায় ঘুরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। গত কয়েক মাস ধরেই রাজনৈতিক কোন্দলের কারণে আমার ছেলে আসিফ ও শাকিলকে প্রাণনাশের হুমকি দিয়েছে। গতকাল রাতে আনোয়ার হোসেন, বাবু, জয় ও নাসিমা তার ছেলেকে ডেকে নিয়ে রাস্তায় ফেলে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা চেষ্টা করে।’
তিনি বলেন, ‘এ সময় নগদ ৩০ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন নিয়ে যায়। পরে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়।’
ভুক্তভোগী আসিফের বাবা দাবি করেন, হত্যার মামলার আসামি আনোয়ার এখনো লোকচক্ষুর সামনেই সন্ত্রাস চালাচ্ছে। তার দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) রাশেদুল হাসান খাঁন বলেন, ‘অভিযোগ পেয়েছি এবং তদন্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
আপনার মতামত লিখুন :