লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী সীমান্ত দিয়ে দুই শিশু ও তিন নারীসহ নয়জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বুধবার (১৩ আগস্ট) ভোরে উপজেলার ৮৩৮ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের বিশবাড়ি ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল দল বুড়িমারী ইউনিয়নের মাছিরবাড়ি এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে রয়েছেন- নড়াইলের লোহাগড়া উপজেলার মঙ্গলহাটা গ্রামের বাসিন্দা মোশারফ হোসেন (৫০), তার স্ত্রী পারভিন বেগম (৪০), ছেলে মোহাম্মদ রাব্বি (২৬), পুত্রবধূ বর্ষা (২২), তাদের তিন বছরের মেয়ে জয়া, মোহাম্মদ নাহিদ হোসেন (২৪), মো. সজিব আলী (১৬) এবং মোশারফ হোসেনের মা কোহিনুর নেছা (৭০)।
বিজিবি সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। সম্প্রতি গুজরাট রাজ্যে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, ‘আটককৃতরা বর্তমানে বুড়িমারী ইউনিয়ন পরিষদের সেফ হোমে পুলিশ হেফাজতে রয়েছেন। যাচাই-বাছাই শেষে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন