সিলেটের সদর উপজেলার খাদিম জাতীয় উদ্যান–সংলগ্ন বড়গুল চা–বাগান এলাকায় দুই হাজার টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে খুন হয়েছেন আজাদুর রহমান (২৫) নামের এক যুবক। এ ঘটনায় আহত হয়েছেন মো. বদরুল (২০) নামের আরেক যুবক।
মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আজাদুর রহমান ও আহত বদরুল দুজনেই সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামের বাসিন্দা। আজাদুর পেশায় শ্রমিক এবং বদরুল ট্রলিচালক।
ছুরিকাহত অবস্থায় দুজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আজাদুরকে মৃত ঘোষণা করেন। আহত বদরুল বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
আজাদুরের ছোট ভাই সৈয়দুল আলম খালেদ অভিযোগ করে জানান, ‘একই গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন এই ছুরিকাঘাতের ঘটনার সঙ্গে জড়িত।’
তিনি আরও জানান, ‘দেলোয়ার গতকাল বিকেলে ফোন করে আজাদুরকে খাদিম উদ্যানের দিকে ডাকেন। পরে সেখানেই তাকে ছুরিকাঘাত করা হয়। দেলোয়ারের দাবি ছিল, আজাদুরের কাছে তার দুই হাজার টাকা পাওনা রয়েছে। এ নিয়ে আগে থেকেই বিরোধ চলছিল। বিষয়টি পরিবারকে জানালে তারা দেলোয়ারকে টাকা পরিশোধের আশ্বাস দেন।’
আজাদুরের মরদেহ বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
সিলেট বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাওনা টাকা নিয়েই এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত দেলোয়ার ঘটনার পর থেকেই পলাতক। বিষয়টি তদন্তাধীন রয়েছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন