গরম দুপুর শেষে বিকেলের কোমল আলো। জামালপুরের সরিষাবাড়ীর বাউসি পপুলার মোড় থেকে শুরু করে দিগপাইত–সরিষাবাড়ী ও জামালপুর–সরিষাবাড়ী সড়কের দুই ধারে দেখা গেল এক ভিন্ন আয়োজন—চারা হাতে একদল তরুণ, চোখে সবুজে ভরাট স্বপ্ন।
শুক্রবার (১৫ আগস্ট) সামাজিক সংগঠন সচেতন নাগরিক সংঘ আয়োজন করে বৃক্ষরোপণ কর্মসূচি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজের বিস্তার ঘটানোর উদ্দেশ্যে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে বনজ, ফলজ ও ঔষধি মিলিয়ে দুই শতাধিক চারা রোপণ করা হয়।
সংগঠনের সদস্যরা বলেন, গাছ শুধু ছায়া দেয় না, এটি অক্সিজেন সরবরাহ করে, জীবনের শ্বাসপ্রশ্বাসকে বাঁচিয়ে রাখে। রোগ নিরাময়েও গাছের অবদান অনন্য। তাই গাছ লাগানো আসলে জীবন বাঁচানোর সমান।
কর্মসূচিতে অংশ নেন—জাহাঙ্গীর আলম তরফদার, নাহিদ রানা বিপুল, শাহীন মিয়া খোকন, সুমন মিয়া, ফজলু তরফদার, কাউসার আলম, ফরহাদ হোসেন, জাকারিয়া মিন্টু, মির্জা ফরিদসহ আরও অনেকে।
চারা রোপণের পর সবাই মিলে প্রতিজ্ঞা করেন, যত্নে এগুলোকে লালন করবেন। যেন একদিন এই গাছগুলো বড় হয়ে ছায়া ও ফলের পাশাপাশি জনপদে এক টুকরো শীতলতা এনে দেয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন