পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রামে পায়রা নদীর ভাঙন রোধ ও গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বাসিন্দারা। শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় নদীর পাড়ে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষ।
সমাবেশে বক্তারা নদীর ভাঙন প্রসঙ্গে বলেন, পায়রা নদীর ভয়াবহ ভাঙনে এরই মধ্যে শতাধিক ঘরবাড়ি, কৃষিজমি, বাগান, কবরস্থান, মসজিদ ও মন্দির নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বিশেষ করে লেবুখালী থেকে আলগী পর্যন্ত প্রায় ২ কিলোমিটার ওয়াপদা ভেরিবাঁধ ভেঙে যাওয়ায় পুরো গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে রাস্তার পাশে মালামাল স্তুপ করে মানবেতর জীবনযাপন করছে।
মানববন্ধনে বক্তব্য দেন এবি পার্টি পটুয়াখালী জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী মো. কামাল হোসেন, ইউপি সদস্য সরোয়ার শিকদার, সাবেক ইউপি সদস্য সুলতান তালুকদার, সাংবাদিক সাইফুল ইসলাম, জসিম উদ্দিন, মাওলানা হাবিবুর রহমানসহ আরও অনেকে।
এলাকাবাসীরা অভিযোগ করে বলেন, গত ৫-৬ বছরে নদীভাঙনে শতাধিক পরিবার নিঃস্ব হলেও তাদের পাশে কেউ দাঁড়ায়নি।
এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. এজাজুল হক জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং খুব দ্রুত অস্থায়ী ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া গেছে।
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিব জানান, ‘নদী ভাঙন রোধে একটি স্থায়ী প্রকল্পের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং তা দ্রুত বাস্তবায়নের আশা করা যাচ্ছে।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন