শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৩:২৫ পিএম

উদ্বোধনের পরদিনই মওলানা ভাসানী সেতুর বিদ্যুতের তার চুরি

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫, ০৩:২৫ পিএম

ল্যাম্পপোস্ট না জ্বলায় মাওলানা ভাসানী সেতু এখন অন্ধকার। ছবি -সংগৃহীত

ল্যাম্পপোস্ট না জ্বলায় মাওলানা ভাসানী সেতু এখন অন্ধকার। ছবি -সংগৃহীত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর–চিলমারী সংযোগ সড়কে তিস্তা নদীর ওপর নবনির্মিত ‘মাওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের একদিনের মাথায় চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা সেতুর ল্যাম্পপোস্টের বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যাওয়ায় পুরো সেতুটি রাতের বেলায় অন্ধকারে ডুবে যাচ্ছে, ফলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে যানবাহন ও পথচারীদের চলাচল।

এদিকে বুধবার (২০ আগস্ট) ঘটা করে উদ্বোধন করা হয় এ সেতুটি। কিন্তু একদিন বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতেই আলোহীন হয়ে পড়ে সেতুটি।

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী জানান, ‘উদ্বোধনের পরদিন কোনো এক সময়ে দুর্বৃত্তরা বৈদ্যুতিক তার চুরি করেছে। আমরা বিষয়টি জানতে পেরেই ব্যবস্থা নিচ্ছি। দ্রুত বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন এবং সেতুর নিরাপত্তা নিশ্চিত করার কাজ শুরু হয়েছে। দুষ্কৃতিকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে, আলোহীন অবস্থায় সেতুর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেসবুকে চুরিকৃত তারের ছবিও ভাইরাল হয়।

স্থানীয় বাসিন্দা, পথচারী ও চালকদের অভিযোগ তহুলেছে, আলো না থাকায় সন্ধ্যার পর সেতু পারাপার অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়েছে।

তাদের দাবি, দ্রুততম সময়ের মধ্যে সেতুর ল্যাম্পপোস্টগুলোতে পুনরায় বিদ্যুৎ সংযোগ দিতে হবে এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

স্থানীয়দের মতে, মাওলানা ভাসানী সেতু এখন আর শুধুমাত্র একটি অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং এটি একটি দর্শনীয় স্থানেও পরিণত হয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ সেতুটি দেখতে আসছেন। সেক্ষেত্রে দর্শনার্থীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি।

এ ঘটনায় সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, ‘চুরির বিষয়ে কর্তৃপক্ষের লিখিত অভিযোগ পেলে গুরুত্বসহকারে তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও জানান, ‘যান চলাচলের শৃঙ্খলা ও সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে আজ থেকেই সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিগগিরই একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন এবং স্থায়ী ক্যাম্পের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, গত ২০ আগস্ট ‘মাওলানা ভাসানী সেতু’ উদ্বোধন করা হয়। এই সেতুর মাধ্যমে ঢাকা-কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হয়েছে। তবে উদ্বোধনের পরপরই তার চুরির মতো ঘটনা উদ্বেগ বাড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।

Link copied!