‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানি। সোমবার (২৫ আগস্ট) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আয়োজন করে জেলা দুদক।
গণশুনানিতে টাঙ্গাইল জেলার বিভিন্ন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের শিকার নাগরিকদের অভিযোগ সরাসরি শোনা হয়। বিভিন্ন অভিযোগ তদন্ত সাপেক্ষে আমলে নেওয়ার পাশাপাশি বেশ কয়েকটি অভিযোগের তাৎক্ষণিক নিস্পত্তিও করা হয়।
গণশুনানিতে মোট ১৫১টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে ৬৯টি অভিযোগের সরাসরি শুনানি অনুষ্ঠিত হয়। শুনানির পর ৬টি অভিযোগকে প্রকাশ্যে অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয় এবং ৩৮টি অভিযোগের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে ২৫ জন অভিযোগকারী অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্ব ও সঞ্চালনায় আয়োজিত গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী। আরও উপস্থিত ছিলেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আখতার হোসেন, মহাপরিচালক (তদন্ত-১) মুহাম্মদ রেজাউল কবীর এবং টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মিজানুর রহমান।
প্রারম্ভিক বক্তব্যে কমিশনার আকবার আজিজী বলেন, ‘দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে দুদক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভুক্তভোগীদের সরাসরি কথা শোনাই গণশুনানির উদ্দেশ্য। দুর্নীতি করে কেউ রেহাই পাবে না।’
গণশুনানিতে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি-পেশার সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন