মৌলভীবাজার জেলার বড়লেখা সীমান্তে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল আনুমানিক ৯টার দিকে বড়লেখা থানার কুমারশাইল চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃতদের মধ্যে ৩ জন বাংলাদেশি (নারী ১ জন ও শিশু ২ জন) এবং ১৩ জন জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিক (এফডিএমএন) রয়েছেন। মিয়ানমার নাগরিকদের মধ্যে পুরুষ ৫ জন, নারী ৪ জন এবং শিশু ৪ জন রয়েছেন।
বিয়ানীবাজার ব্যাটালিয়নের টহল দল জানায়, সীমান্তে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় ভারতীয় সীমান্ত থেকে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ১৬ জনকে আটক করা হয়।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, আটককৃতদের পরিচয় যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এখন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বড়লেখা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন