বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ১১:৪৯ এএম

জামিনে মুক্তি পেলেন বান্দরবান জেলা আ.লীগের সম্পাদক

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ১১:৪৯ এএম

বান্দরবান জেলা কারাগার থেকে মুক্ত হয়ে বের হচ্ছেন লক্ষ্মীপদ দাশ।  ছবি- রূপালী বাংলাদেশ

বান্দরবান জেলা কারাগার থেকে মুক্ত হয়ে বের হচ্ছেন লক্ষ্মীপদ দাশ। ছবি- রূপালী বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থান মামলাসহ মোট চারটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ।

বুধবার (২৭ আগস্ট) সকালে বান্দরবান জেলা কারাগার থেকে মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ারুল করিম।

তিনি জানান, গত ২৫ আগস্ট হাইকোর্ট লক্ষ্মীপদ দাশকে জামিন দেন। পরবর্তীতে জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর বুধবার সকালে তাকে মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর লক্ষ্মীপদ দাশের বিরুদ্ধে বান্দরবান সদর থানায় বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা পাঁচটি মামলা দায়ের করেন। মামলার পর তিনি বান্দরবান থেকে পালিয়ে চট্টগ্রাম ও ঢাকায় আত্মগোপনে ছিলেন।

গত ২৫ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করে। এরপর বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। লক্ষ্মীপদ দাশের মুক্তিতে ক্ষোভ প্রকাশ করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। 

বৈষম্যবিরোধী আন্দোলনকারী ছাত্র আরাফাতুল ইসলাম বলেন, জেলার সাধারণ মানুষকে কণ্ঠরোধ করেছে তারা। তাদের জামিন দেওয়া মানে অপরাধের পুনরাবৃত্তির সুযোগ করে দেওয়া। তারা আবারও ষড়যন্ত্র ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!