গাইবান্ধার সাঘাটায় স্বামীর বাড়িতে বাসর রাতে নববধূ গণধর্ষনের শিকার হয়েছে । এ ঘটনায় জড়িত স্বামীসহ ৭ জনকে গ্রেপ্তার করে সাঘাটা থানায় আনা হয়েছে। অন্যদিকে গুরুতর অসুস্থ গণধর্ষনের শিকার নববধূকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
ধর্ষিতার স্বজনরা জানায়, গত বুধবার গোবিন্দগঞ্জ উপজেলার ভাগদরি গ্র্রামের বাসিন্দা নাজিম উদ্দিনের মেয়ের সাথে সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের ওসমানেরপাড়া গ্রামের বাসিন্দা আশিফ মিয়ার বিয়ে হয়। বিয়ে শেষে বৃহস্পতিবার রাতে নববধূকে নিয়ে আশিফ বাড়িতে আসেন। তারপর রাতভর স্বামী আসিফসহ তার ৭ বন্ধু মিলে নববধূকে ধর্ষন করে। পরদিন শুক্রবার নববধূকে নিয়ে স্বামীসহ তার বন্ধুরা গোবিন্দগঞ্জে ভাগগরিব গ্রামে তার শ্বশুর নাজিম উদ্দিনের বাড়িতে যায়। এ সময় নববধূ অসুস্থ হয়ে পড়ে এবং তার মা ও বাবাকে গণধর্ষনের ঘটনা খুলে বলে। অসুস্থ হয়ে পড়লে নববধুকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরে স্থানীয় ও নববধুর স্বজনরা বরসহ বন্ধুদের আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। এদিকে উন্নত চিকিৎসার জন্য নববধূকে শুক্রবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনাটি শুক্রবার রাতে সাঘাটা থানা পুলিশকে জানালে সাঘাটা থানা পুলিশ গোবিন্দগঞ্জ পুলিশের সহযোগিতায় গণধর্ষনের সাথে জড়িত সন্দেহে বরসহ ৭ জনকে শনিবার (৩০ আগস্ট) ভোরে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-স্বামী আসিফ, মাহিদ বাবু, মানিক ( ১), মিশন, মানিক (২)সহ ৭ জনকে সাঘাটা থানায় আনা হয়েছে। তাদের মধ্যে ২ জনের নাম জানা যায়নি। গ্রেপ্তারকৃতদের সকলের বাড়ি সাঘাটা উপজেলার ওসমানেরপাড়া গ্রামে।
এ ব্যাপারে সাঘাটা থানার ওসি বাদশা আলম জানান, আটককৃতদের গোবিন্দগঞ্জ থানা থেকে গাইবান্ধার সাঘাটা থানায় এনে জিঞ্জাসাবাদ করা হচ্ছে ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন