রাজবাড়ীর গোয়ালন্দে বজ্রাঘাতে অঞ্জনা কোদালীয়া (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে হঠাৎ বৃষ্টির সময় বাড়ির পাশের পুকুরে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
অঞ্জনা কোদালীয়া উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর বালিয়াকান্দি গ্রামের বাড়ইডাঙ্গা এলাকার বাসিন্দা শুকুমার কোদালীয়ার স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যে অঞ্জনা পুকুরে নামতেই বজ্রপাত হয়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শরীফ ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
ঘটনার খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
এদিকে, অঞ্জনার মৃত্যুতে তার পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা জানান, শান্ত-সরল স্বভাবের অঞ্জনা ছিলেন পরিবারের সবার কাছে এক নির্ভরতার প্রতীক।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন