চট্টগ্রামের পটিয়ায় রাত নামলেই রিকশা চালকদের মধ্যে ছড়িয়ে পড়ে ভয় ও আতঙ্ক। সাম্প্রতিক সময়ে একের পর এক ছিনতাই, খুন ও হামলার ঘটনায় তারা জীবনের ঝুঁকি নিয়েই রিকশা চালাতে বাধ্য হচ্ছেন।
স্থানীয় সূত্র জানায়, গত কয়েক সপ্তাহে রাতের বেলা রিকশা চালকদের ওপর একাধিক হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন গুরুতর আহত হয়েছেন, এমনকি একজন প্রাণও হারিয়েছেন।
রিকশা চালকদের অভিযোগ, ছিনতাইকারীরা যাত্রী সেজে রিকশায় উঠে নির্জন এলাকায় নিয়ে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর টহল থাকলেও এ ধরণের অপরাধ পুরোপুরি বন্ধ হয়নি।
ভোলা জেলার আব্দুল ওয়াজিদ, যিনি প্রায় ৩৫ বছর ধরে পটিয়ায় রিকশা চালাচ্ছেন।
তিনি বলেন, জীবিকার তাগিদে রাত-দিন দূর দূরান্তে যাতায়াত করতে হয়। অনেকবার ছিনতাইকারীর কবলে পড়ে বেঁচে ফিরেছি। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলো আমাদের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে। কখন যে কার পালা আসে বলা যায় না।
পটিয়া পৌরসদরের ব্রাহ্মণপাড়া এলাকার সুজন দাশ জানান, কয়েকদিন আগে নাহার পাড় এলাকায় ছিনতাইকারীরা আমাকে পথরোধ করে মারধর ও খিল-ঘুষি মেরে টাকা ছিনিয়ে নেয়। থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু এখনো কোনো ব্যবস্থা হয়নি।
পটিয়া থানার ওসি নুরুজ্জামান বলেন, রাতের টহল জোরদার করা হয়েছে এবং অপরাধীদের শনাক্তে বিশেষ অভিযান চলছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা রিকশা চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ ভুর্ষি ইউনিয়নের কেচিয়াপাড়া এলাকায় রিক্সা চালক খুনের ঘটনায় এখনো পর্যন্ত কোনো আসামী ধরা পড়েনি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন