কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সর্বসম্মতিক্রমে মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলাউদ্দিন সাবেরীকে সভাপতি এবং জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল আলম রফিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: সহসভাপতি পদে মসুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক, যুগ্ন সাধারণ সম্পাদক পদে লোহাজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাড. নুরুজ্জামান ইকবাল, সাংগঠনিক সম্পাদক পদে করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাদিম মোল্লা, দপ্তর সম্পাদক পদে বনগ্রাম ইউনিয়ন পরিষরে চেয়ারম্যান মো. জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ পদে আচমিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান এবং সদস্য চাঁন্দপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল হক, সহস্রাম ধুলদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম।
উক্ত কমিটি আগামী দুই বছর মেয়াদের জন্য গঠন করা হয়েছে।
কটিয়াদী উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, ‘বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী আমরা ইউনিয়ন পরিষদ পরিচালনা করব এবং সর্বদা নিজ নিজ এলাকার জনগণের সেবার মান বৃদ্ধি করে যাব। এটাই আমাদের অঙ্গীকার।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন