শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


খুলনা ব্যুরো

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৩:৫০ এএম

ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতি ছাড়া বিকল্প নেই: শায়েখে চরমোনাই

খুলনা ব্যুরো

প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৩:৫০ এএম

বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ছবি- রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ছবি- রূপালী বাংলাদেশ

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) বলেছেন, ‘ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচন অপরিহার্য।’

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টায় খুলনা নিউমার্কেট চত্ত্বরে অনুষ্ঠিত এক সমাবেশ তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন এবং পরিচালনা করেন নগর সেক্রেটারী মুফতী ইমরান হুসাইন।

শায়েখে চরমোনাই বলেন, ‘কোনো ফ্যাসিস্ট যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এজন্য আমাদের সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই অভ্যুত্থানের মৌলিক দাবিই হলো এটি। হাজারো প্রাণের বিনিময়ে এ দেশের মানুষ ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি পেয়েছে। নতুন করে অনেকের মধ্যে ফ্যাসিস্ট চরিত্র দেখা যাচ্ছে।’

তিনি বলেন, ‘দেশের মানুষ জীবন দিতে শিখেছে, ভয়কে জয় করতে শিখেছে। এখন কেউ তাদের দাবিয়ে রাখতে পারবে না, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, ‘চব্বিশের পাঁচ আগস্টের পরে একটি দল হাট-বাজার, বাস স্ট্যান্ড দখল ও চাঁদাবাজির মাধ্যমে দেশকে অতীতে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। তাই মানুষ আগামীতে সংসদে কোনো চাঁদাবাজ বা দুর্নীতিবাজকে ক্ষমতায় আসতে দেবে না।’

শায়েখে চরমোনাই আরও উল্লেখ করেন, দেশের মানুষ বিভিন্ন দলের শাসন ও আদর্শ দেখেছে। এখন সময় এসেছে রাষ্ট্র পরিচালনায় ইসলামকে অন্তর্ভুক্ত করার, এবং তিনি মন্তব্য করেন, “আগামীতে এদেশের মানুষ ইসলামকে স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবেন।’

তিনি পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, জুলাই সনদের আইনী ভিত্তি প্রদান, অপরাধী ও খুনিদের বিচার এবং ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শায়েখে চরমোনাই আরও বলেন, ‘স্বাধীনতার পর ৫৩ বছরের নির্বাচন জাতীর প্রত্যাশা পূরণ করতে পারেনি। সেই ব্যর্থ ব্যবস্থায় আবারও নির্বাচন হলে জঞ্জাল দূর হবে না। তাই পিআর পদ্ধতি একটি কার্যকর সমাধান হতে পারে। পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে।’

তিনি বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানের পর আগের ধারাবাহিকতায় চাঁদাবাজ, খুনি ও স্টেশন দখলকারীরা ক্ষমতায় আসবে? তা হবে না। প্রয়োজন হলে আবারও মানুষ রাজপথে নামবে।’

শায়েখে চরমোনাই নির্বাচনের বর্তমান পদ্ধতির তীব্র সমালোচনা করে বলেন, ‘৫৩ বছর ধরে দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেগুলোতে দিনের ভোট রাতেই দেওয়া হয়েছে। ভোটকেন্দ্র দখল করে নিজেদের প্রার্থীর পক্ষে ব্যালট বাক্স ভরা হয়েছে। অযোগ্য লোকদের দিয়ে সংসদ গঠন করা হয়েছে। সংসদ কি আমাদের দেশের সুন্দরতা রক্ষার জন্য নাকি গানের আড্ডা দেওয়ার জন্য? তাই আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই।’

সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Link copied!