নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রিজ এলাকায় হিজরাদের দৌরাত্ম্য দিন দিন অসহনীয় হয়ে উঠেছে। প্রতিদিনই পথচারী ও যানবাহনের চালক-যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করছে তারা। টাকা না দিলে শুরু হয় গালাগালি, হাতাহাতি এমনকি শারীরিক হামলাও।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দর থেকে আসা একটি যাত্রীবাহী মাইক্রোবাসে হিজরাদের একটি দল জোর করে টাকা দাবি করে। চালক ও যাত্রীরা অস্বীকৃতি জানালে তারা গাড়িটির ওপর হামলা চালায় এবং যাত্রীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হঠাৎ হামলায় ভীতসন্ত্রস্ত যাত্রীরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এতে এলাকায় মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, কাঞ্চন ব্রিজের আশপাশে প্রতিদিনই এ ধরনের ঘটনা ঘটছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পরিবহন থামিয়ে কিংবা চলন্ত গাড়িতে উঠে জোরপূর্বক টাকা আদায় করছে হিজরারা। টাকা দিতে অস্বীকৃতি জানালেই যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার ও হামলার ঘটনা ঘটে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছে।
ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, প্রশাসনের সামনেই দিনের পর দিন এভাবে চাঁদাবাজি ও হামলা চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা দ্রুত পুলিশের নজরদারি বাড়ানো এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
 

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন