বগুড়ার সান্তাহার রেলওয়ে থানাধীন বাগবাড়ী এলাকায় রেললাইনের ভাঙা অংশে কম্বল গুঁজে ১৮ ঘণ্টা ধীরগতিতে ট্রেন চলাচল করেছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে মেরামতের কাজ শেষ হলে ঢাকা–পঞ্চগড় রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সান্তাহার জংশন স্টেশন থেকে একটি মালবাহী ট্রেন পার্বতীপুর অভিমুখে যাওয়ার সময় বিকট শব্দ হয়। শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ডু-ইন-ইব্রাহীম তন্ময় ঘটনাস্থলে গিয়ে রেললাইনের মাঝখানে ফাটল দেখতে পান এবং দ্রুত রেলওয়ে থানায় খবর দেন।
সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান হাবিব জানান, খবর পাওয়ার পর রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অস্থায়ীভাবে ভাঙা অংশে কাপড় ও কম্বল গুঁজে ট্রেন চলাচল অব্যাহত রাখে। পরে রেলওয়ের মেরামতকারী দল এসে লাইন মেরামত সম্পন্ন করে।
এ বিষয়ে সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন