ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুর থেকে ধরে আনা বিক্রিকৃত দুটি পাঙ্গাস মাছের গায়ে ‘আল্লাহু’সহ আরবি লেখা দেখা গেছে। স্থানীয়রা এ ঘটনার প্রতি বিস্ময় প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের বড় বাজার এলাকায় একটি মৎস্য আড়তে এই দুটি মাছ দেখা যায়। খবরটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে অলৌকিক এই মাছগুলো দেখতে বাজারে উৎসুক জনতা ভিড় জমায়।
স্থানীয়রা জানান, মাছের গায়ে যে দাগ দেখা যাচ্ছে তা মোটামুটি স্পষ্টভাবে ‘আল্লাহু’সহ আরবি লেখা বলে মনে হচ্ছে। তারা মনে করেন, এটি সৃষ্টিকর্তার নিদর্শন হতে পারে। এ দুটি মাছের ওজন প্রায় ৩ কেজি।
মৎস্য আড়ৎ মালিক মো. সুহেল ভূঁইয়ার ম্যানেজার মো. শিশু মিয়া বলেন, ‘আড়ৎয়ে উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষিরা তাদের চাষকৃত মাছ বিক্রি করতে আনেন। ভোরে উপজেলার কর্মমঠ এলাকা থেকে আসা এক মৎস্য চাষির কাছ থেকে ৩০ মন পাঙ্গাস মাছ ক্রয় করি।’
তিনি আরও বলেন, ‘পরে স্থানীয় ব্যবসায়ী ও পাইকারদের কাছে বিক্রি করতে গিয়ে দুটি মাছের গায়ে আল্লাহুসহ আরবি লেখা দেখা যায়। কেউ নিতে রাজি হয়নি, তাই এ দুটি মাছ আলাদা করে রাখা হয়েছে। প্রাথমিকভাবে লেখাটি ঘষে মুছার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত মুছে যায়নি। ধারণা করা হচ্ছে, মাছটি অলৌকিক।’
মৎস্য আড়ত মালিক সুহেল মিয়া বলেন, ‘দীর্ঘ বছর ধরে মাছ ব্যবসা করছি। মাছের গায়ে আরবি অক্ষরের লেখা এমন মাছ চোখে পড়েনি। আরবি লেখা দুটি মাছ দেখে অনেকটাই চমকে যায়। এরপর দুটি মাছ আলাদা করে রাখা হয়। স্থানীয় কোনো হুজুরের সঙ্গে পরামর্শ করে মাছ দুটি এতিম খানায় দিয়ে দেওয়া হবে।’
আখাউড়া উপজেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ মাও. আবু আব্দুল্লাহ বলেন, ‘এটা একটি খাবার মাছ। মাছের মধ্যে আল্লাহর নামসহ আরবি লেখা দেখা যাচ্ছে। মাঝে মাঝে আল্লাহ তার কুদরত আমাদের দেখিয়ে থাকেন। ’
তিনি আরও বলেন, ‘দেখেন, আল্লাহ রাব্বুল আলামীন অনেক কিছু সৃষ্টি করেছেন। মাঝেমধ্যেই গাছের মধ্যেও আল্লাহু লেখা দেখা যায়। আজ যেমন মাছের গায়ে আল্লাহু লেখা দেখা গেলো, সবই আল্লাহ পাকের নিদর্শন।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন