জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় লালপুর উপজেলা জামায়াতের আয়োজনে উপজেলা পরিষদ গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে গোপালপুর বাজার ত্রিমোহনী চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আকবর হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল ওয়াহাব, নাটোর জেলা শিবিরের সভাপতি জাহিদ হাসান, বাগাতিপাড়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর আনোয়ার হোসেন মুজাহিদ, লালপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জেলা শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি ও জেলা শিবিরের সাবেক সভাপতি মহসীন আলম প্রমুখ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন