নেত্রকোনার পূর্বধলায় চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করার সময় শহীদ মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার জারিয়া রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহীদ মিয়া উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইলাটি গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শহীদ মিয়া বাড়ি থেকে জারিয়া যাওয়ার জন্য ট্রেন নং ৩৭৪-এ ওঠেন। ট্রেনটি জারিয়া রেলস্টেশনে পৌঁছালে চলন্ত অবস্থায় নামার সময় তিনি নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ডান পা থেঁতলে যায়। পরে তাকে ঐ ট্রেনে করেই পূর্বধলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
পূর্বধলা ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল্লাহ আল মামুন খবর পেয়ে পূর্বধলা রেলওয়ে স্টেশনে যান এবং লাশটি রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে শ্যামগঞ্জ রেলওয়ে থানার এসআই নুরুল ইসলাম জানান, ‘মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন