নেত্রকোনার পূর্বধলায় চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করার সময় শহীদ মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার জারিয়া রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহীদ মিয়া উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পাইলাটি গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শহীদ মিয়া বাড়ি থেকে জারিয়া যাওয়ার জন্য ট্রেন নং ৩৭৪-এ ওঠেন। ট্রেনটি জারিয়া রেলস্টেশনে পৌঁছালে চলন্ত অবস্থায় নামার সময় তিনি নিচে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং ডান পা থেঁতলে যায়। পরে তাকে ঐ ট্রেনে করেই পূর্বধলা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।
পূর্বধলা ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল্লাহ আল মামুন খবর পেয়ে পূর্বধলা রেলওয়ে স্টেশনে যান এবং লাশটি রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে শ্যামগঞ্জ রেলওয়ে থানার এসআই নুরুল ইসলাম জানান, ‘মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন