রবিবার, ০৫ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০২:৫১ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে ৭০০ সিসি ক্যামেরা গায়েব, বেড়েছে অপরাধ

কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫, ০২:৫১ পিএম

সিসি ক্যামেরা।      ছবি - সংগৃহীত

সিসি ক্যামেরা। ছবি - সংগৃহীত

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নিরাপত্তা ব্যবস্থায় নতুন সংকট তৈরি হয়েছে। ক্যাম্প থেকে প্রায় ৭০০ সিসি ক্যামেরা গায়েব হয়ে গেছে। এর ফলে মাদক, অস্ত্রের কারবারসহ ধ্বংসাত্মক তৎপরতা বেড়ে যাচ্ছে বলে মনে করছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুধু তাই নয়, কয়েকটি ক্যাম্পে কেটে ফেলা হয়েছে কাঁটাতারের বেড়া। উখিয়ার পানবাজার ক্যাম্পে অন্তত ছয়টি পয়েন্টে কাঁটাতার কেটে তৈরি করা হয়েছে গোপন পথ।

স্থানীয়দের অভিযোগ, এসব পথ কেটে দিচ্ছে রোহিঙ্গারাই।

আইনশৃঙ্খলা বাহিনীর মতে, স্থানীয় কিছু প্রভাবশালী ও দুষ্কৃতিকারীর প্রশ্রয়ে রোহিঙ্গারা এসব সুযোগ পাচ্ছে। ফলে ক্যাম্প দিন দিন অরক্ষিত হয়ে পড়ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ২০১৭ সালে মিয়ানমারে নির্যাতিত হয়ে প্রায় ৭ লাখ রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নেয়। আট বছরে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১১ লাখে। উখিয়ার পাহাড়ি জনপদের ৮ হাজার একরজুড়ে গড়ে ওঠা ৩৩টি ক্যাম্প নিয়ন্ত্রণে রাখতে সে সময় নির্মাণ করা হয়েছিল কাঁটাতারের বেড়া। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নানা অপরাধমূলক কর্মকাণ্ড বাড়তে থাকে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, দুষ্কৃতিকারীরা কাঁটাতার কেটে ফেললেও সেগুলো আর মেরামত করা হয়নি। এর ফলে গোপন পথ ব্যবহার করে অনেক রোহিঙ্গা ক্যাম্পের বাইরে ছড়িয়ে পড়ছে এবং স্থানীয় কিছু দুষ্কৃতিকারী তাদের সঙ্গে মিলে অপরাধে অংশ নিচ্ছে।

এপিবিএন মনে করছে, সিসি ক্যামেরার অভাব ও বেড়া কেটে ফেলার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়েছে। অপরাধ প্রবণতা ঠেকাতে ক্যাম্পগুলোতে দ্রুত শক্ত নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!