সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ১০:৪০ এএম

কুড়িগ্রামে ঘন কুয়াশায় শীতের আগমনী বার্তা

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ১০:৪০ এএম

কুড়িগ্রামে ঘন কুয়াশামোড়া শীতসকাল। ছবি- রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামে ঘন কুয়াশামোড়া শীতসকাল। ছবি- রূপালী বাংলাদেশ

উত্তরের সীমান্তঘেঁষা জেলা কুড়িগ্রামে সোমবার (১৩ অক্টোবর) ভোরে দেখা মিলেছে ঘন কুয়াশার। জেলার মানুষ এটিকে শীতের আগমনের ইঙ্গিত হিসেবে দেখছেন।

সোমবার ভোরে জেলাজুড়ে নেমে আসে ঘন কুয়াশা। সকাল ৮টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢেকে থাকে শহর ও গ্রামের পথঘাটসহ বিস্তীর্ণ ফসলের মাঠ। এসময় হেডলাইট জ্বালিয়ে চলাচল করে যানবাহন। ভোর থেকে চারদিক ঘন কুয়াশায় ঢেকে যাওয়ায় পথঘাট প্রায় দেখা যাচ্ছে না। তারপরও জীবন ও জীবিকার তাগিদে কুয়াশা ভেদ করে জীবিকা নির্বাহের তাগিদে ছুটছেন খেটে-খাওয়া নিম্ন আয়ের মানুষ।

কুড়িগ্রাম সদরের যাত্রাপুরের ঘোড়ার গাড়ি চালক মজিবর বলেন, ‘পেটের তাগিদে ভোরবেলায়ই বের হতে হয়েছে। কুয়াশার কারণে আস্তে আস্তে গাড়ি নিয়ে যাচ্ছি। কয়েক দিন ধরে সামান্য কুয়াশা থাকলেও, আজ কুয়াশা অনেক বেশি।’

ধরলা সেতুতে হাঁটতে আসা কুড়িগ্রাম পৌর এলাকার মিলন মিয়া বলেন, 'দিনের বেলা গরম থাকলেও শেষ রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশা থাকছে। তবে আজ কুয়াশা অন্য দিনের তুলনায় বেশি। এমন পরিস্থিতি দেখে মনে হচ্ছে শীতের আগমন ঘটছে।'

আকস্মিক এই ঘন কুয়াশা এবং ধানের পাতার ডগায় শিশির বিন্দুকে জেলাবাসী শীতের আগাম বার্তা হিসেবে দেখছেন। তবে জেলায় কুয়াশা দেখা দিলেও তাপমাত্রার কোনো পরিবর্তন আসেনি।

স্থানীয় রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, এক সপ্তাহ ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৩-২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। আজ সোমবারও জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এতে করে কুয়াশা পড়লেও তাপমাত্রার পরিবর্তন হচ্ছে না। তবে এ মাসের শেষের দিকে শীত পুরোপুরি নামতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!