নাটোরের নলডাঙ্গা উপজেলার তেঘরপাড়া মির্জাপুরদীঘা এলাকায় পূর্ব বিরোধের জেরে বাবা-ছেলেকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাতুরিপেটায় গুরুতর আহত করেছে প্রতিপক্ষ।
এ ঘটনায় বাদী হয়ে আহত রাকিবের বড় ভাই রনি গতকাল (১৩ অক্টোবর) রাত ৮টায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪-৫ জনের নামে নলডাঙ্গা থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রোববার (১২ অক্টোবর) রাত ১১টায় একই এলাকার ওয়ার্ড বিএনপি নেতা নুর হোসেন তার ছেলে, ভাতিজা, ভাই ও নাতনিকে নিয়ে একই এলাকার শফিকুল ইসলাম মন্টুর ছেলে রাকিব হোসেনকে তার নিজ বাড়ি থেকে গামছা দিয়ে চোখ বেঁধে তুলে নিয়ে বেধড়ক হাতুরিপেটা করে জখম করে ফেলে রাখে। রাকিব তার বাবাকে ফোন করে বিষয়টি বললে রাকিবের বাবা শফিকুল ইসলাম মন্টু ছুটে গেলে প্রতিপক্ষ তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
রাকিব ও তার বাবা ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেললে প্রতিপক্ষ ৯নং ওয়ার্ড বিএনপি নেতা নুর হোসেন পুলিশকে ফোন করে বলে, তার মেয়েকে অপহরণ করতে রাকিব ও তার বাবাসহ দলবল নিয়ে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেঘরপাড়া মির্জাপুরদীঘা গ্রামের বিএনপি নেতা নুর হোসেনের (৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক) নেতৃত্বে তার ছেলে কৌশিক, ভাতিজা সৈকত, নাতি শিপন মির্জাপুরের মর্ডান মিলে রাকিবের ওপর এই হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও বেধড়ক মারধর করায় রাকিব ও তার বাবা গুরুতর আহত হয়। এ সময় পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নিলে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেলে রেফার করেন।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আহতের পরিবারের অভিযোগ, পূর্ব বিরোধের জের ও মামলার প্রধান আসামির নিজ মেয়ের সাথে রাকিবের প্রেমঘটিত বিষয় থাকায় এই হামলা চালানো হয়েছে।
এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোনে অভিযুক্ত নুর হোসেন বলেন, রাকিব ও তার বাবা দলবল নিয়ে আমার বাড়িতে হামলা করে আমার মেয়েকে উঠিয়ে নিতে চাইলে আমি পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থলে এসে রাকিব ও তার বাবাকে নিয়ে যায়। মারধরের কথা বললে নুর হোসেন বলেন, মারধরের ঘটনা ঘটেনি।
নলডাঙ্গা থানার ওসি বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠালে রাকিব ও তার বাবাকে গুরুতর অবস্থা দেখে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ১৩ অক্টোবর আহত রাকিবের বড় ভাই রনি ছয়জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। ওসি আরও বলেন, এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন