ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতির মধ্যেই ছয়জন ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজা সিটির দুটি পৃথক ঘটনায় এ হত্যাকাণ্ড ঘটে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানায়, ‘উত্তর গাজা উপত্যকায় আমাদের দিকে আসা কিছু ‘সন্দেহভাজন ব্যক্তি’ আমাদের টাঙানো একটি সীমানা অতিক্রম করলে আমাদের নিরাপত্তা হুমকির মুখে পড়া, তাই আমরা গুলি চালাতে বাধ্য হই।’
তবে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, এ হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক বলে জানিয়েছে স্থানীয় সূত্রগুলো।
জানা যায়, ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতির পর নিজেদের অবস্থান দেখাতে ‘হলুদ সীমা’ নামে সীমানা অভিহিত করেছে।
কিন্তু স্থানীয়দের অভিযোগ, ওই সীমানা সম্পর্কে সাধারণ মানুষ কিছুই জানে না, ফলে অনেকেই অনিচ্ছাকৃতভাবে এই ঝুঁকিতে পড়ছেন।
গাজা সিটির সেজায়া এলাকায়ও একই ধরনের গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তারা জানান, ওই এলাকায় কিছু ফিলিস্তিনি এগিয়ে গেলে ইসরায়েলি বাহিনী সরাসরি তাদের ওপর গুলি চালায়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন