আইনগত বাধা না থাকায় নির্বাচন কমিশনকে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
সারজিস আলম আরও বলেন, এনসিপির সঙ্গে কোনো রাজনৈতিক দল ঐক্য করলেও এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে। উচ্চকক্ষে পিআরের পক্ষে এনসিপি আর নিম্নকক্ষে বিপক্ষে।
এ সময় জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশেকীন আলম, জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য অ্যাডভোকেট এটিএম মাহবুব আলম, সদস্য ইকরাম এলাহী খান সাজ, মোজাম্মেল হক, মাহমুদুল হাসান সোহেল, মোকারম আদনান, ফুয়াদ খান ও জিকে ওমর প্রমুখ উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন