নারায়ণগঞ্জের রূপগঞ্জে দারিদ্র্য বিমোচন ও বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ভিবিএসজেড সংস্থার উদ্যোগে অসহায় ও বেকার নারী-পুরুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার গুতুলিয়া এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু ও লবণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাব ৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি জাকারিয়া ভূঁইয়া। ভিবিএসজেড সংস্থার রূপগঞ্জ শাখার সিনিয়র মার্কেটিং সুপারভাইজার সজিব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক আবুল কাশেম।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার সিনিয়র মার্কেটিং ম্যানেজার ইমাম হোসেন, জুনিয়র সুপারভাইজার আবু তাহেরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভাপতির বক্তব্যে সজিব সরকার বলেন, ‘ভিবিএসজেড সংস্থা দীর্ঘদিন ধরে বেকারত্ব দূরীকরণে কাজ করে যাচ্ছে। আগ্রহী বেকার নারী-পুরুষরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। পাশাপাশি আজকের এই উদ্যোগের মাধ্যমে শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে, যা দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা রাখবে।’

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন