চট্টগ্রামের ফটিকছড়িতে মিনু আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড দক্ষিণ সুন্দরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিনু আক্তার ওই এলাকার সৈয়দ আব্দুল মেয়াজির বাড়ির সিএনজি চালক সৈয়দ মোহাম্মদ ইমরানের স্ত্রী। তার দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত ৩-৪ দিন ধরে মিনু আক্তার ও তার স্বামীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। ঘটনার দিনও তাদের মধ্যে ঝগড়া হয়। পরে পরিবারের সদস্যরা মিনুকে বসতঘরের রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বামী-স্ত্রীর ঝগড়ার জেরে এ ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার ও স্থানীয়রা গভীর শোক ও মর্মাহত প্রকাশ করেছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন