পাবনার ঈশ্বরদীতে স্কুলপড়ুয়া ছাত্রীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বিদ্যালয়ের এক কর্মচারীর ওপর হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক-কর্মচারী, সহপাঠী শিক্ষার্থী ও অভিভাবকরা।
এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর তরিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক ওয়াসিম উদ্দিন, ইউপি সদস্য আক্তারুল ইসলাম, বিএনপি নেতা আল্লেক প্রাং, আলমগীর হোসেন, মোস্তাফা জামান নয়ন, বাবু মজুমদার, রমজান আলী মজুমদার ও মো. রফিকুল ইসলাম ফারুকীসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে মানিকনগর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করে আসছে স্থানীয় কয়েকজন বখাটে। গতকাল রোববার বিদ্যালয় ছুটির পর ওই বখাটেরা আবারও শিক্ষার্থীদের অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত করে। তখন সেখানে উপস্থিত বিদ্যালয়ের নৈশপ্রহরী শিহাব উদ্দিন ঘটনাটির তাৎক্ষণিক প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রোববার দিনগত মধ্যরাতে বিদ্যালয় মাঠে একা পেয়ে অস্ত্রসজ্জিত অবস্থায় শিহাব উদ্দিনের ওপর হামলা চালায় ওই বখাটেরা। পরে শিহাবের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
বক্তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে এসব বখাটেকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে, যেন ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়াতে সাহস না পায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর তরিকুল ইসলাম জানান, ‘এ বিষয়ে সব অভিভাবক ও জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ হয়েছে। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’
অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক বিজন কুমার।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন