মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রবল বৃষ্টির কারণে যাত্রীবোঝাই একটি বাস উল্টে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় ওই এলাকায় প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
রোববার (২ নভেম্বর) রাতে সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবচর হাইওয়ে থানার ওসি জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও আহত যাত্রীরা জানিয়েছেন, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করছিল ‘সাকুরা পরিবহনের’ একটি বাস। প্রবল বৃষ্টিপাতের কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান এবং এটি মহাসড়কের ওপর উল্টে পড়ে। দুর্ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ, পদ্মা সেতু উত্তর থানা পুলিশ ও সেতু কর্তৃপক্ষের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।
ওসি জহুরুল ইসলাম বলেন, ‘নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার শিকার হয়। আহত যাত্রীদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন