সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৪:১৮ পিএম

৯ দিন অনশনের পর ১৮ বছরের তরুণের সঙ্গে ২৫ বছরের তরুণীর বিয়ে 

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৫, ০৪:১৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

পিরোজপুরের ইন্দুরকানীতে ৯ দিন অনশন করার পর অবশেষে ২৫ বছর বয়সি এক হিন্দু তরুণীর সঙ্গে ১৮ বছর বয়সি মুসলিম তরুণের বিয়ে সম্পন্ন হয়েছে। রোববার (০৯ নভেম্বর) রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের চর-সাউদখালী গ্রামে এ বিয়ে অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর বিকেলে নেছারাবাদ উপজেলার নানদোয়হান গ্রামের হিন্দু ধর্মাবলম্বী নারায়ণ মণ্ডলের মেয়ে সঞ্চিতা মণ্ডল (২৫) প্রেমিক আলী হাওলাদার (১৮)-এর বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। সঞ্চিতা স্থানীয় একটি এনজিওতে চাকরি করেন। প্রথমে আলীর পরিবার বিষয়টি মেনে নিতে রাজি না হলেও ৯ দিনের অনশনের পর স্থানীয়দের মধ্যস্থতায় রোববার রাতে গ্রাম্যভাবে বিয়ের আয়োজন করা হয়। বিয়ের আগে সম্পর্কের দুই মাস পর প্রেমিকের আশ্বাসে সঞ্চিতা ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নাম পরিবর্তন করে রাখেন ফাতিমা আক্তার।

বিয়ের পর ফাতিমা আক্তার বলেন, ‘আমার প্রেমিক আলী বর্তমানে ভারতে আছেন। তার অনুপস্থিতিতে স্থানীয়দের উপস্থিতিতে গ্রাম্যভাবে আলীকে ভিডিও কলে রেখে বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের সময় আলীর বাবা-মাও উপস্থিত ছিলেন। আলী দেশে ফিরলে কাবিন ও আনুষ্ঠানিক বিয়ের অনুষ্ঠান হবে। এখন আমি খুব খুশি এবং কর্মস্থলে যোগ দেব।’

আলীর বাবা কবির হাওলাদার বলেন, ‘আমি মাছ ধরতে সাগরে গিয়েছিলাম। রোববার সাগর থেকে বাড়ি ফিরে জানতে পারি স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে বিয়ে হয়েছে। ছেলে দেশে এলে আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করা হবে।’

ইন্দুরকানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা জাফর বলেন, ‘শুনেছি রাতে স্থানীয়দের মাধ্যমে এক হিন্দু তরুণীর সঙ্গে মুসলিম তরুণের বিয়ে হয়েছে। বিষয়টি আমরা খোঁজ নিচ্ছি।’

রূপালী বাংলাদেশ

Link copied!