মেহেরপুরে পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সরকারি বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেল ৪টার দিকে শহরের কোর্টমোড় এলাকায় অবস্থিত পুলিশ সুপারের সরকারি বাসভবনের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এ সময় আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসভবনে স্থাপন করা একটি এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ফলে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে বাসার ডাইনিং স্পেসে থাকা ফ্রিজ, সোফা সেট, চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার।
এসপি মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী বলেন, ‘আমি একাই এই বাসভবনে থাকি। ঘটনার সময় অফিসে ছিলাম। বাসার গার্ড আমাকে ফোনে আগুন লাগার খবর দিলে আমি সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানাই।’
তিনি আরও বলেন, ‘পরে ফায়ার সার্ভিসের দল এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ডাইনিং স্পেসে রাখা ফ্রিজ, সোফা সেট, চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এদিকে, আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সাকরিয়া হায়দার।


-20251112192255.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন