নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের সাবেকুন্নাহার বালিকা উচ্চবিদ্যালয়ে ক্লাস চলাকালে বাইরে থেকে বখাটেদের ছোড়া ঢিলে এক ছাত্রী আহত হয়েছে। এ ঘটনায় প্রতিবাদ করায় বিদ্যালয়ের একজন শিক্ষকের ওপর হামলা চালায় কয়েকজন বখাটে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে পৌরসভা কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
বিদ্যালয় ও পুলিশ সূত্র জানায়, দুপুর সোয়া ১২টার দিকে সপ্তম শ্রেণির ক্লাস চলাকালে কয়েকজন বখাটে কিশোর বিদ্যালয়ের দক্ষিণ পাশে দাঁড়িয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে তারা শ্রেণিকক্ষের দিকে ঢিল ছোড়ে। এতে দোতলার একটি কক্ষের জানালার কাচ ভেঙে একজন ছাত্রী আহত হয়।
পরে শিক্ষকরা প্রধান ফটকের বাইরে গিয়ে প্রতিবাদ জানালে বখাটেরা তাদের ওপর চড়াও হয়। এতে শিক্ষক মহসিন আলম আহত হয়ে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা প্রশাসন ও থানাকে অবহিত করে। তবে পুলিশ পৌঁছানোর আগেই বখাটেরা পালিয়ে যায়। শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে স্কুল ছুটির (বিকেল পৌনে চারটা) আগপর্যন্ত বিদ্যালয়ের সামনে পুলিশ মোতায়েন রাখা হয়।
ঘটনার পর বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ভয়-আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা দ্রুত বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। একজন ছাত্রী বলেন, ‘এ ঘটনার পর থেকে আমরা ভয় আর নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা দোষীদের শাস্তি চাই।’
প্রধান শিক্ষক মুখলেছুর রহমান বাঙালি বলেন, ‘সাত-আটজন বখাটে এই কাজ করেছে। তাদের মধ্যে দুজনের বয়স প্রায় ২০ বছর, বাকিরা ১৮ বছরের নিচে। তাদের উৎপাতে আমরা অতিষ্ঠ। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে এবং বখাটেদের ধরতে অভিযান চলছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন