ঝালকাঠি-১ (রাজাপুর কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং সংবিধান সংস্করণ কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী’র সার্বিক সহযোগিতায় ডা: আব্দুল হাকিম আকন’র স্মৃতি স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
শুক্রবার (১৪ নভেম্বর) ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত দিনব্যাপী এই ক্যাম্পে আট শতাধিক অসহায়, দরিদ্র ও বাতব্যথা (আর্থ্রাইটিস) রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং পাঁচ লাখ টাকার বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।
ব্যারিস্টার মঈন ফিরোজীর সার্বিক সহযোগিতায় এইরকম ফ্রি মেডিকেল ক্যাম্প এই অঞ্চলে প্রথম অনুষ্ঠিত হয়। এতে এলাকার মানুষ অত্যন্ত উপকৃত ও আনন্দিত হয়েছে এবং তার প্রতি সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
প্রফেসর নজরুল রিউমাটোলজি ফাউন্ডেশন এন্ড রিসার্চ (পিএনআরএফআর) ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে বিশেষ অতিথি ছিলেন সামাদ ফওজিয়া ফাউন্ডেশন'র ফাউন্ডার চেয়ারপার্সন সাবরিনা সামাদ ফিরোজী। ক্যাম্পটি পরিচালনা করেন ট্রাস্টের চেয়ারম্যান ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামসহ মোট ৩৩ জনের মেডিকেল টিম।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন