গণঅভ্যুত্থানের শহীদ সাব্বিরের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন ঝিনাইদহের নবাগত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। তিনি শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে জেলা প্রশাসক শহীদ সাব্বিরের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। তিনি শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, “জাতির গণতান্ত্রিক সংগ্রামে শহীদ সাব্বিরের ভূমিকা বীরত্বের চিরন্তন ইতিহাস হয়ে থাকবে।”
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম সিরাজুস সালেহীন এবং শৈলকুপা থানার ওসি মাসুম খান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন