চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট ঝংকার মোড়ে দীর্ঘদিন ধরে ময়লার ভাগাড়, অবৈধ দোকানপাট ও অপকর্মের আখড়া হিসেবে ব্যবহৃত একটি জমি দখলমুক্ত করে নির্মিত হয়েছে ‘সুফি আজিজুর রহমান জামে মসজিদ’।
শুক্রবার (২১ নভেম্বর) জুমার নামাজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী আজানের সুরে প্রতিধ্বনিত হয় তাওহিদের ঘোষণা এবং মুসলিম ঐক্যের আহ্বান।
উদ্বোধনী জুমার নামাজে অংশ নেন শতাধিক মুসল্লি, বিশিষ্ট আলেম-ওলামা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নামাজ শেষে মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য ও কল্যাণ কামনা করা হয়।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ বাবুনগরী বলেন, ‘এটি শুধু একটি মসজিদ উদ্বোধন নয় বরং দখলদারি ও অপসংস্কৃতির কবল থেকে মুক্ত একটি ভূখণ্ডে আল্লাহর ঘর প্রতিষ্ঠার মাধ্যমে ঈমান, শান্তি ও ভ্রাতৃত্বের নতুন সূচনা। মসজিদটি কোনো দল বা মতাদর্শের নয়, এটি মুসলিম উম্মাহর কল্যাণের জন্য নির্মিত।’
স্থানীয় বাসিন্দা ইহসান বলেন, ‘ঝংকার মোড়ে মসজিদ হওয়া সময়ের দাবি ছিল। আমাদের পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি ছিল না; বরং এতে আমরা অত্যন্ত আনন্দিত।’
মসজিদ কর্তৃপক্ষ জানায়, এখানে কেবল পাঁচ ওয়াক্ত নামাজই অনুষ্ঠিত হবে না, ধর্মীয় শিক্ষা, কোরআন শিক্ষা, সমাজসেবামূলক কার্যক্রম এবং যুব সমাজের চরিত্র গঠনে বিভিন্ন কর্মসূচিও পরিচালিত হবে।
এলাকাবাসী আশা করছেন, দীর্ঘদিনের অবহেলিত ও দখলকৃত এই জায়গা এখন থেকে শান্তি ও আলোর কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।
ছবির ক্যাপশন: ফটিকছড়ির নাজিরহাট ঝংকার মোড়ে দখলমুক্ত ভূমিতে নবনির্মিত সুফি আজিজুর রহমান জামে মসজিদ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন