ঝালকাঠির নেছারাবাদ দরবার শরীফে বার্ষিক ঈছালে ছওয়াব ও ওয়াজ মাহফিলের শেষ দিনে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় প্রতিনিধি সম্মেলন। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় নেছারাবাদ দরবার কমপ্লেক্সের মাহফিল ময়দানে শুরু হওয়া এই সম্মেলন চলবে বিকেল পর্যন্ত।
ঐক্য ও সম্প্রীতির লক্ষ্যে মুজাদ্দেদে জামান হজরত কায়েদ ছাহেব হুজুর (রহ.) প্রতিষ্ঠিত নেছারাবাদ দরবারে এবারই প্রথমবারের মতো দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের এক মঞ্চে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে ‘জাতীয় প্রতিনিধি সম্মেলন’। বাংলাদেশ হিযবুল্লাহ জমিয়াতুল মুছলিহীনের আয়োজনে এ সম্মেলনকে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।
সম্মেলনে সভাপতিত্ব করছেন সংগঠনের আমির হজরত মাওলানা খলিলুর রহমান (নেছারাবাদী হুজুর)। এতে উপস্থিত রয়েছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতারা।

এর মধ্যে রয়েছেন: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই), বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, খেলাফত মজলিসের আমির মাওলানা আবুল বাছিত আজাদ, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আকতার হোসেন, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রাসেল।
সম্মেলনকে ঘিরে নেছারাবাদ দরবার শরীফে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিভিন্ন দলের নেতাদের একত্রে বসানোর এই উদ্যোগকে ‘গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী’ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আয়োজকরা জানিয়েছেন, রবিবার (২৩ নভেম্বর) ফজরের পর আখেরি মোনাজাতের মাধ্যমে এবারের মাহফিলের সব কার্যক্রম শেষ হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন