সিলেট বিমানবন্দর সড়কের মালনিছড়া চা বাগান এলাকায় প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে কারে থাকা আরও পাঁচজন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাহফুজ মিয়া (২২) নামে এক যুবককে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। নিহত মাহফুজ সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পেছি শেওরা গ্রামের বাসিন্দা বকুল মিয়ার ছেলে।
সিলেট বিমানবন্দর থানার ওসি সৈয়দ আনিছুর রহমান জানান, প্রাইভেট কারটি যাত্রী নিয়ে বিমানবন্দরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মালনিছড়া এলাকায় মুখোমুখি সংঘর্ষে কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা সড়কে ছিটকে পড়েন। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।


