ঢাকা মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

ঝিনাই নদে ডুবে গেলেন লাদেন মিয়া

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫, ০২:২০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদে ডুবে লাদেন মিয়া (২২) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে সরিষাবাড়ী পৌর এলাকার সাতপোয়া শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ঝিনাই নদে এই দুর্ঘটনা ঘটে। নিহত লাদেন পৌর এলাকার সাতপোয়া গ্রামের সুলতান ড্রাইভারের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার সাবেক কাউন্সিলর সুরুজ্জামান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাদেন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে তিনি নদীপাড় এলাকায় ঘুরতে যান। সাঁতার দিয়ে নদী পারাপারের সময় নদীর মাঝখানে ডুবে যান। পরে স্থানীয়রা মাছ ধরার জাল ব্যবহার করে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে তার মরদেহ উদ্ধার করেন। পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, ডুবে যাওয়ার সংবাদ পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে রওনা দিয়েছিল। তবে দল পৌঁছানোর আগেই স্থানীয়রা লাদেনের মরদেহ উদ্ধার করেন।