ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সাম্প্রতিক হামলায় ছয়জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন শহরের মেয়র ভিটালি ক্লিচকো। স্থানীয় সময় ভোরে চালানো এ হামলায় অন্তত দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
অন্যদিকে, রাশিয়ার সীমান্তবর্তী ক্রাসনোদার ও রোস্তভ অঞ্চলের কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনের রাতভর বিমান হামলায় সেখানেও প্রাণহানি ঘটেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তারা ইউক্রেনের ছোড়া ২৪৯টি ড্রোন ভূপাতিত করেছে।
রোস্তভ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর ইউরি স্লিউসার টেলিগ্রামে লিখেছেন, রাতের এই আক্রমণ আমাদের জন্য গভীর শোক বয়ে এনেছে। ওই অঞ্চলের বন্দরনগরী তাগানরগে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রোস্তভ শহরের মেয়র স্বেতলানা কামবুলোভা জানিয়েছেন, প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাতে তারা প্রস্তুত।
ক্রাসনোদার সীমান্ত অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ রাতের এই গোলাবর্ষণকে কিয়েভ শাসনের অন্যতম দীর্ঘস্থায়ী ও ব্যাপক হামলা বলে উল্লেখ করেছেন।



