‘নতুন সময়, নতুন দিন, নবযাত্রার ১ বছর’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেক কাটার মধ্য দিয়ে গোপালগঞ্জে ‘দৈনিক রূপালী বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আজ বুধবার (২৬ নভেম্বর) সকালে রিপোর্টার্স ফোরাম, গোপালগঞ্জ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কেক কাটার আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন এবং স্থানীয় বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক রূপালী বাংলাদেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোজাম্মেল হোসেন মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুজন, গোপালগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ইনসান উদ্দিন মোল্লা।
সভায় বক্তব্য রাখেন রিপোর্টার্স ফোরামের সভাপতি এস.এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক একরামুল কবির, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রসূন মন্ডল প্রমুখ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন