বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০১:৫৪ পিএম

গাজীপুরে ৮ দফা দাবিতে নার্সদের বিক্ষোভ সমাবেশ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫, ০১:৫৪ পিএম

বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি: রূপালী বাংলাদেশ

বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুরে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্ত করে অন্য অধিদপ্তরে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে এবং ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের নার্সেস ও মিডওয়াইফারি সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবুল ফজলের নেতৃত্বে কর্মরত নার্স, মিডওয়াইফ ও স্বাস্থ্যকর্মীরা এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

বিক্ষোভকারীরা হাসপাতাল প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। পরে গাজীপুর প্রেসক্লাবের সামনে হয়ে সদর হাসপাতালের মূল ফটকের সামনে এসে তারা সমবেত হন। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বিলুপ্তির সিদ্ধান্ত অযৌক্তিক ও অগ্রহণযোগ্য। এই সিদ্ধান্ত স্বাস্থ্যসেবাকে ব্যাহত করার পাশাপাশি নার্সদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করবে।

তারা জানান, ৮ দফা দাবির মধ্যে পদোন্নতি কাঠামো সংস্কার, জনবল সংকট নিরসন, ঝুঁকিভাতা বৃদ্ধি এবং স্বতন্ত্র অধিদপ্তর বহাল রাখা—এসব দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

বক্তারা আরও বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে শতাধিক নার্স, মিডওয়াইফ ও স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!