হবিগঞ্জের মাধবপুরের ইটাখোলা স্টেশন এলাকায় কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকাগামী কালনী এক্সপ্রেস মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকায় পৌঁছালে ট্রেনের ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে, ফলে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার মতো ঝুঁকিপূর্ণ অবস্থায় থেমে যায়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে জানান, প্রায় এক হাজার যাত্রীবাহী ট্রেনটি বর্তমানে স্থবির অবস্থায় রয়েছে। আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ইতোমধ্যে ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
তিনি আরও জানান, ইঞ্জিন বিকলের কারণে সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ বন্ধ থাকলেও এখনো কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় সৃষ্টি হয়নি। দ্রুত ইঞ্জিন মেরামত বা পরিবর্তন করে রেল চলাচল স্বাভাবিক করার জন্য কাজ চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন